প্রশ্ন

আজ ০৩ নভেম্বর, জেলহত্যা দিবস। আমাদের চার জাতীয় নেতার কথা মনে করে কতগুলো প্রশ্ন মনে জাগল। ভারতের স্বাধীনতার পেছনে অনেকেরই অবদান ছিল। সরকারি ভাবে গান্ধীজী জাতির জনক। নেহেরু, প্যাটেল, বোস এঁদের জাতীয় ভাবে মর্যাদা দেয়া হয় যদিও বোসের প্রাপ্তি এসেছে অনেক পরে। আবার বিভিন্ন দল, গ্রুপ এদের কাউকে কাউকে বিশ্বাসঘাতক বলে গালি দেয়। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নেতা স্বাধীনতার অন্যতম স্থপতি হিসেবে পরিগণিত হন। পাকিস্তানে জিন্নাহ একক ভাবে চ্যাম্পিয়ন। অন্যদের কথা খুব একটা বলা হয় না। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। আওয়ামী লীগের শাসনামলে সেটা কংক্রিটের উপরে লেখা। বিএনপির শাসনামলে জিয়াউর রহমানের নাম সামনে আনার চেষ্টা করা হয়। তবে যুদ্ধকালীন ৯ মাসে যে রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ চার জাতীয় নেতা স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করলেন, তাঁরা কেন যেন এই সমীকরণের বাইরে থেকে যান। কেন? আমাদের উপমহাদেশে আধুনিক রাজনীতি এসেছে ব্রিটিশদের হাতে ধরে। যারা এই তিন দেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের সবার রাজনৈতিক জীবনের শুরু সেই ব্রিটিশ ভারতে। তার পরেও এরকম ভাগ্য বা দুর্ভাগ্য কেন বিভিন্ন দেশের নেতাদের?

দুবনা, ০৩ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন