তহবিল
একসময় ঢাকা এয়ারপোর্টে ভিখারিরা টাকা নিতে চাইত না, ডলার চাইত।
জিলেনস্কি ইউক্রেন পুনর্গঠনের জন্য এক ট্রিলিয়ন ডলার দাবি করেছে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে।
সৃষ্টি ধ্বংস নয়, দেশ গড়া যুদ্ধ করা নয়। যুদ্ধের জন্য ট্রিলিয়ন ডলার দিলেও দেশ গড়ার জন্য সভ্য পৃথিবী এ টাকা দেবে না, দেয়নি। এটা তাদের রণ নীতি ও রণ কৌশল কোনটার সাথেই যায় না। আফগানিস্তান, ইরাক, লিবিয়া - এত গরম গরম উদাহরণ চোখের সামনে থাকার পরেও এই সহজ সত্যটি যদি কেউ না বোঝে তবে বুঝতে হবে সে হয় অতি চালাক অথবা বোকার হদ্দ। বাংলা প্রবাদ বলে অতি চালাকের গলায় দড়ি। তাই দিনের শেষে এরা বোকা বনে।
তাই জেলেনস্কির জন্য উত্তম পথ যুদ্ধের জন্য টাকা চাওয়া। অনেক টাকা। তহবিল বড় বড় তা তছরুপ করার সুযোগ তত বেশি। এসব রাজনীতিবিদদের জন্য দেশ নয় তহবিল আসল।
দুবনা, ৩০ নভেম্বর ২০২২
Comments
Post a Comment