গণতন্ত্র

হঠাৎ করেই ছোটবেলার কথা মনে পড়ে গেল - নিজের আর বাচ্চাদের। গণতান্ত্রিক উপায়ে কি আমাদের চিরতা পাতা বা পাট পাতার জল খাওয়ানো যেত অথবা মাসে মাসে বাচ্চাদের বিভিন্ন ইঞ্জেকশন দেয়া যেত? আসলে জীবনটাই এমন যে গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি অনেক সময় দরকার একনায়কতন্ত্র, জোর জবরদস্তি। শুধু অন্যের সাথে নয়, নিজের সাথেও। আমাদের অনেক সময় অনেক কিছুই করতে ইচ্ছা করে না। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে জোর করে অনেক কিছুই করি। তাই অন্য লোক যখন আপনার গণতান্ত্রিক অধিকার নিয়ে বেশি বেশি গলাবাজি করে বুঝতে হবে এখানে সে যতটা না আপনার স্বার্থে বলছে তার চেয়ে বেশি বলছে নিজের স্বার্থে।

গণতন্ত্র এমন একটি অধরা জিনিস যা সব সময় অন্যদের দরকার। প্রতিটি প্রগতিশীল গণতান্ত্রিক মানুষের নিজের বাড়িতে আসলে লৌহ কঠিন একনায়কতন্ত্র যেখানে পান থেকে চুন খসার উপায় নেই। আর এ জন্যেই এশিয়া আফ্রিকার দেশে দেশে যেকোন আন্দোলন গণতন্ত্রের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আর ইউরোপ আমেরিকার রাস্তায় প্রতিবাদ অগণতান্ত্রিক। 

দুবনা, ০৩ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন