অন্ধ

ইউরোপের ঘরে ঘরে আজ মিতব্যয়ী হবার ডাক। কম খাও, কম আলো জ্বালাও, কম জল খরচ কর। এক কথায় আরাম আয়েশ যতদূর সম্ভব বর্জন কর। কৃচ্ছ সাধন কর। হঠাৎ যেন সবাই মহাত্মা গান্ধীর শিষ্য বনে গেছে (যদি যুদ্ধ ও হত্যা বাদ দিতে পারত?)। করোনা কালে যেমন প্রকৃতি একটু অবসর পেয়েছিল, এখন এই বিলাসবহুল জীবনযাপন সরকারিভাবে হারাম ঘোষণা করায় প্রকৃতি আবার ফুলে ফুলে সেজে উঠবে। কত সম্মেলন, কত রাজা মহারাজা আর সভাসদদের ভিড়। কত খাদ্য আর পানীয়ের শ্রাদ্ধ। কোন কিছুই কোন কাজ দিল না। আর এক পুতিন একাই এসব কিছু করে ফেললেন। কোথায় এ জন্য তাঁকে পুরস্কৃত করা তা না সবাই উঠে পড়ে লেগেছে তাঁকে নাই করে দিতে। এত দ্বিচারিতা নিয়ে লোকজন ঘুমায় কীভাবে? নাকি তারা আর ঘুমায় না? স্বার্থের জন্য অন্ধদের হাতে ক্ষমতার লাগাম গেলে এমনটাই হয়।

মস্কো, ২৭ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন