প্রশ্ন
রাশিয়ায় স্তালিনের হাতে নির্যাতিত মানুষের মেমোরিয়াল আছে। সরকারের পক্ষ থেকে এদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনেক সময় অন্য দেশের নেতারা ও সাধারণ মানুষ সেখানে যায়। আচ্ছা আমেরিকায় কি ইন্ডিয়ানদের মেমোরিয়াল আছে? কানাডায়? বা অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডে স্থানীয় নির্যাতিতদের? সেখানে কি দেশের সরকার শ্রদ্ধা জানিয়ে ফুল দেয়? বিদেশীরা সেখানে যায়? মানে এরা সব সময়ই তো মানবাধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা ইত্যাদির গান গায় তাই প্রশ্নটা মনে এল। অবশ্য সাম্যের কথা তো বলে না, তাই সবাইকে সমান হতে হবে এমন তো নয়!
কাজান, ২৫ নভেম্বর ২০২২
Comments
Post a Comment