প্রশ্ন
ফেসবুকে প্রায়ই দেখি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গুগলে চাকরি পাওয়ার, আমেরিকার কোন নামকরা ইউনিভার্সিটির শিক্ষক হবার খবর। এ নিয়ে আমাদের গর্বের কোন সীমা থাকে না। একদিকে আমরা দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছি আবার এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা বিশেষজ্ঞরা যখন পশ্চিমা বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে বড় বেতনের চাকরি পাচ্ছেন আমরা আনন্দে ভেসে যাচ্ছি। এতে অবশ্য ক্ষতির কিছু নেই। এটা নিঃসন্দেহে গর্বের ব্যাপার আর যারা এসব সুযোগ পাচ্ছেন তারা নিঃসন্দেহে অভিনন্দন ও শুভেচ্ছা পাবার যোগ্য। নিজে বাইরে থাকি এবং ভালো ভাবেই জানি যে বাইরে কাজ করার সুযোগ পাওয়া যায় দেশে সেটা সম্ভব হয় না। আর সেটা হয় না মূলতঃ শিক্ষাঙ্গনে রাজনীতি ও উপযুক্ত পরিবেশের অভাবের কারণে। তাই যারা বাইরে যাচ্ছেন তারা যে নিজেদের পেশাগত ভাবে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবেন তাতে সন্দেহ নেই। তবে যারা বাইরে যাচ্ছেন তাদের মধ্যে খুব কম লোকই দেশে ফিরবেন ফলে দেশ তার যোগ্য সন্তানদের সেবা থেকে বঞ্চিত হবে। এরপর আমরা বলব শিক্ষা ব্যবস্থার কেন উন্নতি হয় না, রাজনীতি কেন স্বচ্ছ নয় ব্লা ব্লা ব্লা। কিন্তু এই সোনার সন্তানরা যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারে সে জন্য সুযোগ তৈরি করার কথা বলব না। তার মানে কি এই নয় যে আমরা উন্নত দেশগুলোর জন্য উঁচু মানের বিশেষজ্ঞ গড়তে পেরেই খুশি। দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বিদেশের অর্থনীতিকে চাঙ্গা করবে, সেসব দেশের শিল্প ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন মেধাবী মানুষ সরবরাহ করাই আমাদের শিক্ষানীতির মূল মন্ত্র? এর বিপরীতে যেসব সাধারণ মানুষ বাইরে কাজ করে দেশের অর্থনীতি চাঙ্গা রাখছে তাদের আমরা কী চোখে দেখছি? বিদেশে চাকরি নিয়ে চলে যাওয়া মেধাবী ছেলেমেয়েরা নয়, বিভিন্ন দেশে কায়িক শ্রম করা এই সব মানুষরাই দেশকে নিয়ে স্বপ্ন দেখে, দেশকে নিজের ও ছেলেমেয়েদের একমাত্র বাসস্থান বলে মনে করে। আমরা কি এদের কথা বলি? আমরা কি তাদের পাশে দাঁড়াই? দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরণের গণ সংগঠন করে এসব মানুষের অধিকার আদায় করার জন্য। আচ্ছা যারা বিদেশে কাজ করে দেশে টাকা পাঠায়, দেশের রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের একজোট করে দেশ গড়ার কাজে এই বিশাল শক্তিকে ব্যবহার করার কোন পরিকল্পনা কি রাজনৈতিক দলগুলোর আছে?
দুবনা, ২০ নভেম্বর ২০২২
Comments
Post a Comment