দেয়া নেয়া

গতকাল আমার এক স্ট্যাটাসে একজন মন্তব্য করলেন ইউরোপ আমেরিকায় বাইরে থেকে আসা মুসলমানরা অনেক জায়গায় নিজেদের আইনে চলে তাহলে এরা কেন কাতারে এলজিবিটি সোসাইটির অধিকার নিয়ে দাবি তুলতে পারবে না। এটা নিয়ে ভাবতে গিয়ে আমার এরকম একটা উদাহরণ মনে পড়ল। 
হিন্দু ধর্মে যে মে ভাবে চায় সেভাবে ঈশ্বরের উপাসনা করে। তাই আমাদের বাড়িতে খদ্দের এলে অথবা বাড়ির কাজের লোকেরা নামাজ পড়তে চাইলে কোন সমস্যা হত না। অনেক হিন্দু বাড়িতে জায়নামাজ রাখা হত তাদের মুসলিম বন্ধুদের জন্য। এতে কোন ধর্মীয় বাধানিষেধ নেই। কিন্তু কেউ হিন্দু বাড়িতে গরু জবাই করতে চাইলে বা গরুর মাংস খেতে চাইলে সেটার অনুমতি পাবে কি? এটা হিন্দু ধর্ম ও সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। পক্ষান্তরে কোন হিন্দু মুসলিম বাড়িতে গিয়ে পূজা করতে চাইলে সেটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক বিধায় মানে ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ সেটা করতে পারে না। তাই যে হিন্দু তার মুসলিম বন্ধুদের জন্য জায়নামাজ রাখে সে যদি নিজের জন্য মুসলিম বন্ধুদের বাড়িতে পূজার উপকরণ ও বিগ্রহ আশা করে সেটা ঠিক হবে না। প্রতিটি ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য আছে। একই ভাবে প্রতিটি সমাজের নিজ নিজ বৈশিষ্ট্য, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক পটভূমি থাকে। অন্যের চোখে সেটা যতই ব্যাক ডেটেড মনে হোক না কেন সেই সমাজের জন্য এসব প্রথা তার অস্তিত্বের জন্য অপরিহার্য। আজ আমরা পশ্চিমা বিশ্বে মানবতার নামে যেসব পরীক্ষা নিরীক্ষা দেখছি সেটা তাদের জন্য কী পরিনতি বয়ে আনবে সেটা এখনও পরিষ্কার নয়। যুগ যুগ ধরে গড়ে ওঠা সামাজিক সম্পর্ককে এক দিনে বদলে দিলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে সেই সমাজের উপর। সেটা সব সময় ভালো হবে সেটা ভাবার কারণ নেই। তাই অন্যের কাছ থেকে কিছু দাবি করার আগে তার অধিকার ও ঐতিহ্য বিবেচনা করা একান্ত আবশ্যক। আসলে অন্যের মন্দিরে নিজের মন্ত্র তন্ত্র নিয়ে প্রবেশ করা সময়ই ঝুঁকিপূর্ণ। কোন কোন দেশে বিদেশী উদ্ভিদ বা প্রাণী এনে দেখা গেছে উপযুক্ত পরিবেশে তারা এত দ্রুত বিস্তার লাভ করেছে যে স্থানীয় পরিবেশের জন্য হুমকির কারণ হয়েছে। মানুষ প্রকৃতির ঊর্ধ্বে নয়। তাই মানবতার দোহাই দিয়ে ভিন্ন সংস্কৃতি বিস্তারের সুযোগ দিলে, বিশেষ করে তা যখন স্থানীয় রীতিনীতি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, সেটা একসময় নিজেই ডিসিসিভ হতে পারে আর সে যদি হয় রক্ষণশীল তবে এক সময় স্থানীয় সংস্কৃতির জন্য শুধু হুমকি নয়, জল্লাদের বেশে উপস্থিত হতে পারে।

কাজান, ২২ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি