মানুষ ও খেলা

সৌদি আরব বিশ্বকাপ ফুটবলে আর্জন্টিনাকে হারালো ২-১ গোলে। ব্যস্ততার কারণে খেলা দেখা হয়নি। পরে খবরে দেখলাম সৌদি আরবের গোল দুটো কোন দুর্ঘটনা নয়, ভালো খেলার ফল। এ নিয়ে স্বাভাবিক ভাবেই আর্জেন্টিনার সমর্থকদের মন খারাপ। এই সুযোগে ব্রাজিলের সমর্থকরা ওদের নিয়ে ট্রল করতে ছাড়ছে না। একদল সৌদি বিজয়কে ইসলামের জয় হিসেবে দেখছে, আরেক দল ফুটবল খেলা, হাফ প্যান্ট পরে সেজদা করা হারাম কি হারাম নয় এ নিয়ে কথা তুলছে। সৌদি আরবের এই জয় যে তাদের খেলোয়াড়দের কঠোর প্রশিক্ষণের ফল সেটা নিয়ে কেউ বলছে না। পাকিস্তানের ক্রিকেটার যখন অনেক রান করে বা উইকেট পায় সেটা যে তাদের কঠোর প্রশিক্ষণের ও পরিশ্রমের ফল সেটাও অনেকেই ভুলে যাই। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের সাফল্যের পেছনে তার প্রতিভা, তার শ্রম এসব না দেখে তার ধর্মীয় পরিচয় আর ঈশ্বরের কৃপা ইত্যাদি দেখব ততদিন পর্যন্ত আমরা না পারব মানুষকে সম্মান করতে না পারব নিজেদের সম্মান করতে। আর মানুষকে, মানুষের ক্ষমতাকে সম্মান করতে না পারলে মানুষ হব কীভাবে?

কাজান, ২৪ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি