প্রশ্ন
হঠাৎ করেই মনে প্রশ্ন জাগল কী হত যদি বিশ্বকাপ ফুটবল কাতারে না হয়ে ইংল্যান্ডে হত। যদি ভুল না করি কাতারের পাশাপাশি ইংল্যান্ড ছিল এই বিশ্বকাপের আরও এক শক্তিশালী দাবিদার। ইংল্যান্ডে বিশ্বকাপ হলে কি তারা বলতে গেলে জোর করেই এই যুদ্ধ লাগাতে রাশিয়াকে বাধ্য করত? হয়তোবা করত কারণ তাদের ধারণা ছিল কয়েক দফা স্যাঙ্কশন আরোপ করলেই রাশিয়া লেজ গুটিয়ে চলে যাবে। সবচেয়ে বড় কথা এর ফলে নিজেদের যে এমন লেজেগোবরে অবস্থা হবে সেটা তাদের ব্লুপ্রিন্টের কোথাও উল্লেখ করা ছিল না। বর্তমানে ইউরোপে যে জ্বালানি ঘাটতি, যে ইনফ্ল্যাশন, যে জন অসন্তোষ তাতে কি তাদের পক্ষে সেভাবে এই বিশ্বকাপের আয়োজন করা সম্ভব হত? হত। কারণ ভালো মন্দ এসব মান তারাই নির্ধারণ করে। তবে বিবেক আর বুকের পাটা থাকলে তারা উল্টা কাতারকে ধন্যবাদ দিত এ অসময়ে তাদের বিরাট লজ্জা থেকে রক্ষা করার জন্য।
দুবনা, ২৯ নভেম্বর ২০২২
Comments
Post a Comment