আই এস এ

ছোটবেলায় বন্ধুদের বলতে শুনেছি যে ইসলাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ধর্ম। অনেকেই সেটা মনেপ্রাণে বিশ্বাস করে। ফলে অন্য ধর্মের মানুষেরা যে তাদের চেয়ে কোন বিষয়ে বড় হতে পারে সেটা এরা মেনে নিতে পারে না। এ কারণে বিভিন্ন ভাবে অন্য ধর্মের শ্রেষ্ঠ সন্তানদের ছোট করার চেষ্টা করে। এর একটা বড় প্রমাণ রবীন্দ্র বিরোধী অপপ্রচার। অন্য ধর্মে যে সেটা হয় না তা নয় তবে অন্য ধর্ম নিজেদের সর্বশ্রেষ্ঠ মনে করে বলে জানা নেই যদিও ইহুদিরা নিজেদের ঈশ্বর কর্তৃক নির্বাচিত জাতি বলে মনে করে। 

বর্তমানে আমেরিকার এলিটদের অনেকেই আমেরিকাকে সব বিষয়ে একচেটিয়া অধিকার প্রাপ্ত দেশ ও আমেরিকানদের বিশেষ ক্ষমতার অধিকারী জাতি বলে মনে করে আর এ কারণে অন্যান্য দেশ ও জাতিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। 

মনে হয় সময় এসেছে নিজেকে ইসলামিক স্টেটস অফ আমেরিকা ঘোষণা করার।

দুবনা, ১৭ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন