রাজনীতি

সিলেটে বিএনপির সমাবেশে মানুষের ঢল। কী মনে হয়? এক বন্ধু জিজ্ঞেস করল।
মানুষ বা দল কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 
মানে? 
এর আগে এক সময় মানুষ এই বিএনপিকেই না করেছিল তার দুঃশাসনের জন্য। আজ আওয়ামী লীগকে না করছে সেই একই কারণে। আর এই দল বদলের খেলা চলছে গত তিরিশ বছর ধরে। অথচ কেউ বিকল্প খুঁজছে না। আবার এই দলগুলোও অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের বদলাতে পারছে না। অন্যেরাও কোন বিকল্প গড়ে তুলতে পারছে না। রাজনৈতিক দলগুলো ভাবছে না যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সামাজিক নিরাপত্তা না দিতে পারলে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই না চালাতে পারলে মানুষ কয়েক দিন পরেই তাদের ত্যাগ করবে। কাজ দিয়ে মানুষের সমর্থন ও ভালোবাসা অর্জন করার চেয়ে গায়ের জোরে সেটা করতেই রাজনৈতিক দলগুলো বেশি আগ্রহী। ক্ষমতা হল দেশের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করার হাতিয়ার কিন্তু ক্ষমতা যদি হয় দেশের উন্নয়নকে ব্ল্যাকমেইল করার হাতিয়ার তাহলেই সমস্যা। তাই মিটিং মিছিলের লোকসংখ্যা নয়, রাজনৈতিক চিন্তা ভাবনা ও পরিবেশ যদি না বদলায় তাহলে ক্ষমতায় দল বদল হবে, মানুষের ভাগ্য বদল হবে না।

কাজান, ২৩ নভেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি