দুষ্ট চক্র

পঁচিশ হাজার টাকা ঋণ শোধ না করায় বারো জন কৃষক জেলে অথচ হাজার কোটি টাকার ঋণ খেলাপি করে অনেকেই দিব্যি আরামে ইউরোপ আমেরিকায় প্রাসাদ তৈরি করে বসবাস করছে। 

তুলনামূলক ভাবে অল্প সংখ্যক লোক হত্যা করে অন্যান্য দেশের নেতারা অচ্ছুত বা কারাবন্দী। লাখ লাখ মানুষ হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা শান্তির দূত। 

যতদিন পর্যন্ত বিচার পক্ষপাতদুষ্ট থাকবে ততদিন এসব ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে।

সব একই চক্র পথে ঘোরে।

মস্কো, ২৬ নভেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন