শিক্ষা
অনেক দিন আগের কথা। আন্তন সবে মাত্র স্কুলে ভর্তি হয়েছে। ওরা মস্কো থাকে। আমি শুক্রবার দুবনা থেকে ফিরি ছুটি কাটাতে। সেই সময় এ দেশের অন্যান্য বাচ্চাদের মত আন্তনও বিভিন্ন এক্সট্রা কারিকুলাম স্টাডি সার্কেলে যেত। এর একটা ছিল দাবা। বাসায় ফিরে খেলার ফলাফল নিয়ে বলত। একদিন এসে বলল সেদিন খেলায় হেরে গেছে। গুলিয়া ওকে না বকে বুকে টেনে নিয়ে বলল হেরেছ তাতে কি হয়েছে। না হারলে জিতবে কিভাবে? হারটাকেও সহজ ভাবে নিতে হয় আর পরে জেতার জন্য প্রস্তুত হতে হয়। ঐ কথা শুনে আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। আমাদের দেশে হারা মানে তিরস্কৃত হওয়া। হারাটা যে খেলার অংশ, জীবনের অবিচ্ছেদ্য অংশ সেটা কেউ শেখায় না। ইউরোপ, আমেরিকায়ও না মনে হয়। অন্ততঃ তাদের পররাষ্ট্র নীতি দেখলে সেটাই মনে হয়।
দুবনার পথে, ২৮ নভেম্বর ২০২২
Comments
Post a Comment