খেলার রাজনীতি, রাজনীতির খেলা
বিশ্বকাপ ফুটবল কাতারে আয়োজিত হলেও খেলাটা সবার। অন্য অনেক কিছুর মত খেলাটা যেহেতু অনলাইনে আয়োজন করা যায় না তাই ইচ্ছা অনিচ্ছায় কোন একটা দেশকে আয়োজক হতে হবেই।
প্রতিটি দেশের নিজের ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক বৈশিষ্ট্য আছে, আছে স্বকীয়তা। এসব অজানা কিছু নয়। তাই আয়োজন করার অধিকার দেবার সময়ই এসব ব্যাপার নিয়ে ভাবা উচিত। আমার বিশ্বাস কাতার যদি নিজের ক্ষতি করে ইউরোপে গ্যাস সরবরাহ করত তাহলে আজ এসব প্রশ্ন আসতে না। পশ্চিমা দেশগুলো নিজেদের স্বার্থে সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসে আর সময়ে অসময়ে বয়কট স্যাঙ্কশন এসবের ডাক দিয়ে বিশ্বকে বিপদে ফেলে। দিনের শেষে বরাবরের মত রিসিভিং এন্ডে থাকে সাধারণ মানুষ। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। কারণ বিশ্বকাপ বয়কট শুধু কাতারের বিরুদ্ধে প্রতিবাদ নয় পশ্চিমা বিশ্বের অন্যায়কে প্রশ্রয় দেয়া। মনে রাখতে হবে যে শ্রমিকের মৃত্যু, এলজিবিটি নারী অধিকার এসব গালভরা বুলি শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য টেনে আনা। যদি এদের মঙ্গলের কথা ভেবে এসব বিষয় সামনে আনা হত তাহলে পশ্চিমা বিশ্ব শোষণমুক্ত সমাজের কথা বলত।
কাজান, ২১ নভেম্বর ২০২২
Comments
Post a Comment