সংসার
ইদানিং ফেসবুকের বাংলা পোর্টালে (এজন্য বলছি যে আমার টাইম লাইনে অধিকাংশ লেখা বাঙালিদের) স্ট্যাটাস দেখে মনে হয় আমরা এক সামাজিক যুদ্ধে লিপ্ত। হিন্দু মুসলমান, আওয়ামী লীগ বিএনপি এসব তো আগেও ছিল এখনও আছে। কিন্তু যেটা বেশি চোখে পড়ে তা হল পারিবারিক গৃহযুদ্ধ। একদল পোস্টে বাবাকে সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত বলে চিহ্নিত করছে, আরেক দল মাকে। একদল বাবার গুনগানে পঞ্চমুখ, অন্যদল মায়ের। একদল স্বামীকে নিয়ে দাস বানালে অন্য দল স্ত্রীকে দাসী করছে। একদল স্বামীকে অত্যাচারী আর মদ্যপ বললে আরেক দল স্ত্রীকে রাস্তায় নামাচ্ছে। আর এই লড়াইয়ে বাবা মা, শ্বশুর শাশুড়ি কেউই বাদ যাচ্ছে না। কেউ ভাবছে না স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে এরা সবাই মিলেই একটা সংসার গড়ে তোলে, এরা প্রত্যেকেই সংসারের এক এক জন গুরুত্বপূর্ণ মেম্বার। আমরা অধিকার আদায় করতে গিয়ে দায়িত্বের কথা ভুলে যাই। মজা করতে গিয়ে ভুলে যাই সেটা কিভাবে সামাজিক মতামতকে প্রভাবিত করে, কিভাবে সামাজিক ও পারিবারিক পরিবেশ বিষাক্ত করে তোলে।
দুবনা, ০৮ জুন ২০২৩
Comments
Post a Comment