মূল্য

শুনেছেন দেশে চিনির দাম কেজি প্রতি ২৫ টাকা বাড়ছে?
ভালো তো!
ভালো মানে?
ডায়াবেটিকসের রোগীর সংখ্যা কমবে। সরকার জনদরদী। মানুষের কথা ভেবেই দাম বাড়ায়।
তার মানে আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি সমর্থন করেন।
না। আমি নেগেটিভের মধ্যেও পজিটিভ খুঁজি।‌
খাবারে দাম বাড়ায় ভালো কি আছে?
ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেখে মনে হয় আজকাল সব কিছুই ভালো খাবার, গাড়ি, বাড়ি, বিদেশ ভ্রমণ আর নামী দামী অসুখকে কেন্দ্র করে ঘুরছে। খাবারের দাম বাড়লে লোকজন হয় খাবার কম খাবে অথবা বেশি আয়ের জন্য বেশি কাজ করবে। সেটাও স্বাস্হ্যের জন্য ভালো। 
তবে এতে করে ঘুষের দাম যে বেড়ে যাবে সেটা জানেন?
সবাই তো আর ঘুষ খায় না। বেশির ভাগ মানুষ ঘুষ দেয়। ওদের তো কাজ করতে হয়। 
এরা সাধারন মানুষ। গরীব মানুষ।
আচ্ছা কোন সরকার কবে গরীবের কথা ভেবেছে? সব সরকার এদের ঘৃণার চোখে দেখে। এদের জন্য সরকারের দুর্নাম হয়। এরা অনেকটা খারাপ ছাত্রদের মত যাদের কারণে শিক্ষক ও বিদ্যালয়ের রেপুটেশন নষ্ট হয়। 
তাহলে কী করা?
সবার জন্য কর্মসংস্থান করা। এজন্যে সবাইকে শিক্ষিত করা। তবে সে জন্যে দরকার সমাজের আমূল পরিবর্তন। আর সেটার মূল্য অনেক অনেক বেশি।

দুবনা, ২২ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন