গুরু

বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগুরু ইয়োগা ও অন্যান্য ভারতীয় রীতিনীতি দিয়ে পশ্চিমা বিশ্বকে মুগ্ধ করেছেন। লাখ লাখ শিষ্যের ভক্তিতে সিক্ত এসব গুরু শুধুমাত্র ভগবানের আসনই দখল করেননি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। পরে বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে এদের অনেকেই কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। অনেকে এখনও শাস্তি ভোগ করছে। বর্তমানে বিশ্বের গণতন্ত্রের রথী মহারথীদের দেখলে আমার এই সব ধর্মগুরুর কথা মনে পড়ে। তাদের স্বৈরাচারিতা, তাদের ব্যভিচার, তাদের অমানুষিক কর্মকাণ্ডের হাজারো প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও কোটি কোটি মানুষ তাদের দেবতার মত মাথায় করে নাচে। শুধু মানুষ নয় কোন কোন দেশও এখন ঈশ্বরের ভূমিকায় অভিনয় করে। তবে এসব দেশের কর্মকাণ্ড সেই সব ধর্মগুরুর চেয়ে কোন ক্রমেই ভিন্ন নয়।

মস্কো, ০৫ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন