অধ্যাবসায়

আমার এক শুভাকাঙ্ক্ষী প্রায়ই বলে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি নাকি জীবনে কিছুই করতে পারলাম না। না বাড়ি গাড়ি, না ধনদৌলত। অর্থহীন পকেট আমার জীবনকেই নাকি অর্থহীন করে তুলেছে।‌ এমন জীবন নাকি ব্যর্থ জীবন।

উত্তরে আমি ওকে শান্তনা দিয়ে বলি "জানিস তো ব্যর্থতা হল সাফল্যের পিলার। আমি এতদিন সাফল্যের রাজপ্রাসাদের ভিত তৈরি করছিলাম।"

সেদিন ওর সাথে আবার দেখা। একটু ব্যঙ্গ করেই বলল
"কিরে অনেক দিন দেখা নেই। রাজপ্রাসাদ থেকে বেরোস না মনে হয়?"

না না, তেমন কিছু নয়। আসলে আমি এতদিন যে পিলারগুলো গেড়েছিলাম তা কেমনে কেমনে যেন দেয়াল হয়ে গেছে। এই দেয়াল ভেদ করে না ঢুকতে পারছে সাফল্য, না বেরুতে পারছি আমি। তবে ভয়ের কিছু নেই এই দেয়াল আমি ভাঙবোই, সাফল্যকে আনবোই। 

দুবনা, ০২ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন