বৈচিত্র্য

মানুষের যেমন বাহ্যিক বৈচিত্র্য যেমন নারী-পুরুষ, সাদা - কালো - হলদে এসব আছে ভেতরেও তেমনি বিভিন্ন বৈচিত্র্য আছে যেমন আস্তিক নাস্তিক, সাম্যবাদে বা পুঁজিবাদে বিশ্বাসী ইত্যাদি।‌ কিছু মানুষ যুক্তিবাদী, কিছু ভক্তিবাদী। এ ধরণের বৈচিত্র্য মানুষ তো বটেই মনে হয় যেকোন জীবের ইনহেরেন্ট বৈশিষ্ট্য। আর এর উৎপত্তি মগজে। তাই প্রয়োজন এই বৈচিত্র্য যে জন্মগত সেটা অনুধাবন করা আর এই পৃথিবী যে সবার সেটা মেনে নিয়ে কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় সেই ফর্মূলা বের করা। সংখ্যা, অর্থ বা শক্তির জোরে অন্যদের উপর নিজের মতামত চাপিয়ে দেয়া প্রকৃতি বিরুদ্ধ। তার মানে এই নয় যে সবার যা খুশি তাই করার অধিকার আছে কারণ নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকার রক্ষার দায়িত্বও প্রতিটি মানুষের। অধিকার ও দায়িত্ব এই দুয়ের সঠিক প্রয়োগই হতে পারে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও বিশ্ব শান্তির গ্যারান্টি।

দুবনা, ২৭ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা