পরিবেশ

আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে অনেকেই লিখছেন। প্লাস্টিকের বোতল থেকে অন্যান্য অনেক ইস্যু আসছে। আমার ব্যক্তিগত ধারণা যেসব ইস্যু সরাসরি প্রচুর মানুষের স্বার্থের সাথে জড়িত সেটা বাস্তবায়ন করা অনেক সহজ। আমাদের শহরগুলোর পরিবেশ দূষণের অনেক কারণের একটা গাড়ি। অথচ আমরা কখনোই গাড়ি কমিয়ে রিক্সা বাড়ানোর কথা বলি না। তাহলে একদিকে যেমন দূষণ কমত অন্যদিকে তেমনি প্রচুর লোকের উপার্জনের সুযোগ হত। আমরা নদী দূষণের কথা বলি। নদীতে পাল তোলা নৌকার পরিবর্তে ইঞ্জিনের নৌকা এতে বিশাল অবদান রাখছে। আমার মনে হয় উন্নয়নের পথে হাঁটতে গিয়ে আমরা অন্যদের পদাঙ্ক অনুসরণ করে ভালোমন্দ সব অভিজ্ঞতাই অর্জন করতে চাইছি। অথচ চোখকান খোলা রেখে করলে অনেক খারাপ অভিজ্ঞতা এড়িয়ে যাওয়া যেত।

দুবনার পথে, ০৫ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন