জীবন
এক বন্ধু জানতে চাইল অভাব হীন, ভাবনাহীন জীবন কি আদৌ পাওয়া সম্ভব? আমার মনে হয় অভাব হীন ও ভাবনাহীন জীবন অর্থহীন। অভাব মানে তো শুধু অর্থাভাব নয়, জীবনের অর্থেরও অভাব। আমাদের অভাব আছে বলেই তো সেটা পূরণ করতে চাই। ভাবনা তো শুধু দুশ্চিন্তা নয়, জীবনের সঠিক অর্থ খোঁজাও ভাবনা। তাই জীবনের অর্থ নিয়ে ভাবাটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা অভাবে বা ভাবনায় নয়, এই অভাব তোমাকে কিভাবে সমৃদ্ধ হতে অনুপ্রেরণা দিচ্ছে, এই ভাবনা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই আসল কথা। চাওয়া ও পাওয়ার, মানে আমদানি ও রপ্তানির, বৈষম্য থেকেই অনেক সমস্যার জন্ম। চাওয়াটা একান্তই আমার, পাওয়াটা অনেক ক্ষেত্রেই অন্যের উপর নির্ভরশীল। নিজের চাহিদা ও না পাওয়ার বেদনা নিয়ন্ত্রণ করতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যায়। তবে লোভ লালসাপূর্ণ সমাজে জীবনের গতিপথ সোজা করা খুব কঠিন।
মস্কোর পথে, ১৭ জুন ২০২৩
Comments
Post a Comment