দানব
বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বলেছেন তারা বহুদূর পর্যন্ত দেখেন কারণ তারা লম্বা লম্বা দৈত্যের কাঁধে বসে আছেন। এই দৈত্য শুধু বিজ্ঞানী নন, এমনকি যারা পদে পদে বিজ্ঞানের বিরোধিতা করে সেই ধর্মও। কারণ ধর্মের হাত ধরেই এক সময় বিভিন্ন রকম স্কুল, মানমন্দির ইত্যাদি গড়ে উঠেছিল। অন্যদিকে আজ আমরা যে প্রযুক্তির অগ্রগতি দেখছি সেটা এসেছে সামরিক আধিপত্য বিস্তারের জন্য রাজনীতিবিদদের আকাঙ্ক্ষার হাত ধরে। বিষ যেমন মানুষ হত্যা করে সঠিক ব্যবহারে তেমনি প্রাণ বাঁচাতেও সাহায্য করে। পারফেক্ট মতবাদ বলে কিছু নেই। এমনকি প্রায় পারফেক্ট ও মানবিক মতবাদও প্রতিযোগিতার অভাবে দানবীয় রূপ ধারণ করতে পারে। এর অন্যতম প্রধান উদাহরণ সোভিয়েত উত্তর আমেরিকার গণতন্ত্র। নিজেদের স্বার্থেই ভিন্ন মতকে বাঁচিয়ে রাখা দরকার।
দুবনা, ০৪ জুন ২০২৩
Comments
Post a Comment