প্রশ্ন
প্রায় প্রতিটি চিন্তাশীল মানুষের জীবন বিভিন্ন ধরণের পরস্পর বিরোধী চিন্তায় ভরা। যে আইনস্টাইন স্থান কালের ধারণা বদলে দিলেন তিনিই মহাবিশ্ব অপরিবর্তনীয় সেটা প্রমাণ করতে কসমোলজিক্যাল টার্ম আমদানি করলেন। যে বিবেকানন্দ সব জীবকে ভালোবাসার কথা বলেন তিনিই অন্যত্র হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের কথা বলেন। খারাপ হত যদি তিনি অন্ধভাবে নিজের কোন মতবাদে বিশ্বাসী হতেন। আমাদের দৃষ্টিতে ভুল হলেও তাঁর এসব উক্তি প্রমাণ করে যে তিনি সব সময় অন্বেষণে ছিলেন। এটা মনে হয় বিজ্ঞানমনস্কতার লক্ষণ। সব উত্তর যে সঠিক হবে তা কিন্তু নয়, কিন্তু প্রশ্ন করে যেতেই হবে। বিজ্ঞানে শেষ উত্তর বলে কিছু নেই, আছে প্রতিনিয়ত সত্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। কোন কিছুকে অন্ধভাবে গ্রহণ করা যেমন ভুল, তেমনি ভুল কোন কিছু অন্ধভাবে বর্জন করা। অন্ধবিশ্বাস জ্ঞানার্জনের পথে সবচেয়ে বড় বাধা।
দুবনা, ১০ জুন ২০২৩
Comments
Post a Comment