পূজার ফুল
ভারতকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। এর একটাই কারণ - জনসংখ্যা। তবে ভারতের রাজনীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই এই বিশেষণ শুনে মুচকি হাসে।
শোনা যায় বাইডেনের পরিবার বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলার ঘুষ হিসেবে পেয়েছে। এটা ওদের তদন্ত। রুশ প্রোপাগান্ডা নয়। এটা শুনে আমার মনে হল বফোর্স কেলেঙ্কারির কথা। রাজীব গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ তখন ভারতের মানুষকে ভি পি সিংহের পেছনে দাড় করিয়েছিল। সমস্ত মূলধারার গণমাধ্যম রাজীবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখন? না, বাইডেন পরিবার এসব থোড়াই কেয়ার করে ক্ষমতায় এসেছে, টিকে থাকছে এবং ভবিষ্যতেও বিশ্বের ভআগ্য নিয়ন্ত্রণ করবে।
মানুষ দেবতার পূজা করে। তাদের সন্তুষ্ট করার জন্য বিভিন্ন উপঢৌকন দেয়। এটাকে কেউ ঘুষ বলে না। আমেরিকার প্রেসিডেন্ট বা এলিটরাও মনে হয় বিশ্বের জন্য দেবতাকূল। তাই এই ৩০ মিলিয়ন এটা ঘুষ নয় পূজার ফুল।
দুবনা, ১৬ জুন ২০২৩
Comments
Post a Comment