আলো না আঁধার
এক সময় যাদের জীবনদর্শন নিজের খুব কাছাকাছি মনে হত তাদের অনেকেই জামায়াতের রাজনৈতিক বক্তব্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। এটা ঠিক যে যে ধরণের রাজনীতিতে আমরা বিশ্বাস করতাম তারা কেউ কথা রাখেনি বরং ক্ষমতার মাদকতা তাদের স্বৈরাচারী করেছে। তাই বলে যে জামায়াত সাম্প্রদায়িক ও উগ্র প্রতিক্রিয়াশীল রাজনীতির মুখপাত্র তাদের মিষ্টি কথায় আমাদের ভুলতে হবে? সংবিধান ঐশী বাণী নয়। তারা একটি মাত্র পুস্তক ব্যতীত অন্য কোন পুস্তকের বিষয়বস্তু বিশ্বাস করে না। তাই আজ আপনাদের অতি উৎসাহে তারা যদি সরকার গঠন করে তাহলে তারা যে নিজেদের সুবিধামত সংবিধান পরিবর্তন করবে না তার কি নিশ্চয়তা আছে? ইতিমধ্যে একসময়ের অনেক বাঘা বাঘা বিপ্লবী কিন্তু সংবিধান নতুন করে লেখার আহ্বান জানিয়েছে। মানুষের রাজনৈতিক বিশ্বাস সময়ের সাথে বদলাতেই পারে, কিন্তু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এসবে বিশ্বাস রেখে বা রাখার ভান করে পরীক্ষামূলক ভাবে জামায়াতের হাতে দেশের ভার তুলে দেবার ভাবনা কি স্ববিরোধিতা নয়? আপনাদের নতুন বিশ্বাসে আপত্তি নেই, তবে সেটা তাহলে মুখোশ খুলেই করুন। মানুষকে আর ধোঁকা দেবেন না। মস্কোর পথে, ৩০ আগস্ট ২০২৪