ভিন্ন মত

বেশ কিছুদিন হল ফেসবুকে কমরেড হায়দার আকবর খান রণোর সমকালে এক সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে। এ নিয়ে অনেকেই তাদের মতামত প্রকাশ করছেন। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। অনেকে এই সুযোগে পার্টিকে একটু চিমটি কাটতে ছাড়ছে না। প্রথম থেকেই ইচ্ছে ছিল সাক্ষাৎকারটি পড়ার, তবে সেটা পেলাম আজ। তাই নিজের অনুভূতির কথা লিখতে মনস্থির করলাম। যেহেতু নিজে পার্টি করি না তাই ডিসিপ্লিন ভাঙার প্রশ্ন আসে না।
যাহোক শেষ পর্যন্ত বহুল আলোচিত রণো ভাইয়ের সাক্ষাৎকার পড়লাম। আমি কিন্তু এতে সমালোচনা করার মত কিছু খুঁজে পেলাম না। উনি দীর্ঘ দিন সক্রিয় রাজনীতি করছেন। দেশের রাজনীতির, বিশেষ করে বাম রাজনীতির নাড়ী নক্ষত্র জানেন। আর সেই আলকেই বিভিন্ন সময়ের বাম রাজনীতির মূল্যায়ন করেছেন নিজের দৃষ্টিভঙ্গি থেকে। সে সময় যেহেতু উনি নিজে ভিন্ন পথে হেঁটেছেন, মস্কোপন্থী না হয়ে চীনপন্থীদের সাথে গিয়েছেন, তাই না বললেও বোঝা যায় তিনি ফরহাদ ভাইয়ের চেয়ে কাজী জাফর আহমদকেই কী সাংগঠনিক কী তত্ত্বগত সব দিক থেকেই সঠিক মনে করতেন। তাই এখন সিপিবি করেন বলে যদি অন্যভাবে সেই সময়ের মূল্যায়ন করতেন তাহলে সেটা মিথ্যা বলা হত। সেদিক থেকে রাজনৈতিক ভাবে উনি সততার পরিচয় দিয়েছেন। পার্টির ভাঙ্গন নিয়ে যে কথাটা বলেছেন - সেটা তাঁর নিজের ইন্টারপ্রিটেশন এবং সেটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। কারণ সেই সময়ের পার্টি নেতৃত্ব মূলত ফরহাদ ভাইয়ের হাতে গড়া। আরও কিছু প্রশ্ন আসতে পারে পার্টি ডিসিপ্লিন, গণতান্ত্রিক কেন্দ্রিকতা এসব নিয়ে। আমার মনে হয় বিভিন্ন দেশে পার্টির দুরাবস্থার অন্যতম মূল কারণ গণতন্ত্রের অভাব। গণতান্ত্রিক কেন্দ্রিকতা আসলে গণতন্ত্র নিয়ে লুকোচুরি খেলা। এতে জবাবদিহিতার দায় কম। যে কথাগুলো উনি বলেছেন এবং পরবর্তীতে কিছু কথা অস্বীকার করেছেন - সেটা হাওয়ার উপর ভেসে বলেননি। এর সমালোচনা না করে পার্টি নেতৃত্বের বরং ভেবে দেখা দরকার কিভাবে এসব দূর করা যায়। সত্যি বলতে কি বিভিন্ন সময়ে পার্টির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে যেসব স্ট্যাটাস দেওয়া হয় তাতে সেখানে যে বিভিন্ন প্রশ্নে ভিন্ন মত আছে সেটাই প্রকাশ পায়। এতে ক্ষতির কিছু নেই। ভেতরে বলার সুযোগ কম বলেই হয়তো বাইরে বলা - অনেকটা খোলা চিঠির মত। পার্টি নেতৃত্ব যদি এসব মতামত মনোযোগের দেখেন, গুরুত্বের সাথে বিবেচনায় নেন ও পার্টির ডিসিপ্লিন ভাঙার জন্য শাস্তি নয় বরং নিজেদের ভুলত্রুটিগুলো দূর করার জন্য দৃঢ় পদক্ষেপ নেন সেটা বরং পার্টির জন্য মঙ্গল বয়ে আনবে। অন্তত আমার সেটাই মনে হয়।
দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০২২





Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন