আমাদের মেয়েরা

 

আমার সুধীর দা অন্তত আমি দেশে থাকাকালীন সক্রিয় রাজনীতি করতেন না। পড়তে ভালবাসতেন আর পড়াতে। স্কুলে, কলেজে পড়িয়েছেন আর প্রাইভেট। পড়া আর পড়ানো ছিল নেশার মত, তাই কেউ টাকা দিল কি দিল না সেটা বড় কথা ছিল না, এমনকি অনেক সময় নিজে গরীব ছাত্রদের বই খাতা কিনে দিতেন। আমরা নিজেরা বিভিন্ন সংগঠন করতাম, সমাজ বদলের স্লোগান দিতাম। আমি নিজে সমাজের জন্য কিছু করতে পেরেছি বলে মনে হয় না। তবে বিভিন্ন সময়ে দেশে গিয়ে দেখেছি সুধীরদার ছাত্ররা প্রতিষ্ঠিত, অনেকেই নিজেদের মত করে অন্যদের সাহায্য করেন, এভাবেই দেশের প্রতি, সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করেন। আসলে মানুষের জন্য কিছু করার জন্য নিজের কাজটা ভাল ভাবে করলে অনেকটাই দেওয়া হয়। এরপরে যদি সংঘবদ্ধ ভাবে কিছু করা যায় ভাল, তবে সেটা আসল নয়।

আমাদের মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন। এই যে চ্যাম্পিয়ন তারা হয়েছে, লাখ লাখ মানুষের ভালবাসা পেয়েছে, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে, হাজার হাজার মানুষকে ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করেছে - এ সবই ফুটবল খেলে। এই খেলেটাই তাদের প্রধান ও একমাত্র অস্ত্র। তারা দেখিয়েছে কঠিন সামাজিক পরিবেশে বড় হয়ে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শুধু নিজেরাই জয়ী হওয়া যায় না, অন্যদেরও পথ দেখানো যায়।

ইরানের মাশা আমিনি তার নিজের মত করে প্রতিবাদ জানিয়েছে প্রচিলিত ব্যবস্থার প্রতি। যেকোনো মৃত্যুর মত তার মৃত্যুও কোন মতেই গ্রহণযোগ্য নয়। সে নিয়ে ইরানে যে আন্দোলন চলছে তার প্রতি সমর্থন জানিয়ে এবং ধর্মীয় ও অন্য যেকোনো ধরণের গোঁড়ামির প্রতি ধিক্কার জানিয়েই বলছি আমাদের ফুটবলার মেয়েদের রাজনীতিতে টেনে আনা হবে তাদের প্রতি অবিচার। এটা তাদের খেলাকে ক্ষতিগ্রস্থ করবে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করবে। তারা যেমন তাদের খেলা ও বিজয় দিয়ে আমাদের উদ্দীপ্ত করেছে, আসুন আমরাও আমাদের সমস্ত আবেগ, সমস্ত সমর্থন দিয়ে তাদের অনুপ্রাণিত করি খেলার মাঠেই আরও আরও বিজয় লাভ করার জন্য। তারা যখন মাঠে নামে তখন তারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত বাংলাদেশের জন্যই লড়াই করে। আমরা যেন নিজেদের দলাদলি দিয়ে তাদের ঐক্য ক্ষুণ্ণ না করি। ওরা এখনও খুব ছোট। তাই ওদের নিজেদের মত করে খেলতে দিন, জীবনটা উপভোগ করতে দিন। একদিন যখন খেলোয়াড় হিসেবে ওরা অবসর নেবে তখন না হয় ওদের নিজ নিজ দলে টানার চেষ্টা করবেন।

দুবনা, ২৩ সেপ্টেম্বর ২০২২ 



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন