অমানুষ

ইয়সেফ ব্রদস্কির একটা গল্প ছিল এরকম

- শুনেছ, ফ্যাসিস্টরা কিয়েভে দু' জন ইহুদি আর এক জন সাইকেল চালককে মেরে ফেলেছে।
- ইহুদিদের মেরেছে সেটা না হয় বুঝলাম কিন্তু সাইকেল চালক আবার কি দোষ করল?

এখন পশ্চিমা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা গলাবাজি করে তাদের সেই অবস্থা। দনবাসে ইউক্রেন সেনারা সিভিল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করছে, লোক মারছে সেটা বুঝলাম তাই বলে ওরা ইউক্রেনের সিভিল ইনফ্রাস্ট্রাকচারে আঘাত হানবে, লোকজনকে বিদ্যুৎ ও জল সরবরাহে বাধার সৃষ্টি করবে?

এই যদি হয় সভ্য সমাজের এলিটদের অবস্থা অসভ্যের সংজ্ঞা তাহলে কী?

এসব দেখে অনেক দিন আগের এক গল্প মনে পড়ল। খুব নাদুস নুদুস এক লোককে হাড় জিরজিরে এক লোক জিজ্ঞেস করল
- আপনার নাম কি ভাই?
- চিকনদি মিয়া। আপনার?
- নাইদি মিয়া
নাদুস নুদুস লোক আর নিজের দিকে তাকিয়ে উত্তর দিল লোকটি।

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০২২ 




Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন