সাধ
আমাদের বাসায় অনেকগুলো কুকুরের বাস। সারাদিন হৈ হুল্লোড়, দৌড়ঝাঁপ, খুনসুটি লেগেই আছে। এই ঝগড়া করে তো এই বন্ধুত্ব। আবার একসাথে সবাই ঘুমুচ্ছে। বললে বিশ্বাস করবেন না যে ওরা সবাই ন্যাংটো। কোন পোশাকের বালাই নেই। না খোলামেলা, না সবটা ঢাকা। আমার ধারণা পোশাক নিয়ে ওদের মধ্যে কোন রকম বিতর্ক নেই। নেই ধর্মীয় বা সামাজিক বাধানিষেধ। ছেলেরা মাঝেমধ্যে মেয়েদের পেছনে লাগে বটে, তবে মেয়েরা তিরস্কার করলেই গুড বয়ের মত লেজ গুটিয়ে চলে যায়। নারীরা নির্যাতিতা মনে করে না আবার ছেলেরাও সিডিউসড হবার অভিযোগ করে না মেয়েদের বিরুদ্ধে। তাই অনেক সময় মনে হয় কিছু কিছু দু' পেয়ে জীবকে মনুষ্যত্ব অর্জন করার চেয়ে পশুত্ব বা কুকুরত্ব অর্জন করার কথা বলা উচিৎ। তাতে মানব সমাজ অনেক বেশি সহনশীল ও মানবিক হবে।
মস্কো, ১২ সেপ্টেম্বর ২০২২
Comments
Post a Comment