আশা
দনেৎস্ক, লুগানস্ক, হেরসন আর জাপারোঝিয়ায় গণভোট হচ্ছে। এ নিয়ে বিভিন্ন মতামত থাকবে সেটাই স্বাভাবিক। আমার মনে পড়ছে একাত্তর। তখন পূর্ব পাকিস্তানে পাকিস্তানপন্থী অনেকেই ছিল। আবার যারা সত্তরে পাকিস্তানের মধ্যে থেকেই স্বায়ত্তশাসন চেয়েছিল পাক হানাদার বাহিনীর বর্বরতার পরে তারাও অনেকেই স্বাধীনতার জন্যে লড়েছে। ইউক্রেনের নাৎসিদের আক্রমণে একই ঘটনা ঘটছে সেখানেও। রাশিয়ার সাথে কেন? দনবাসে ইউক্রেনের আট বছরের বর্বরতা তাদের সামনে অন্য কোন পথই খোলা রাখেনি। তারা জানে পশ্চিমা বিশ্ব তাদের মতামতের কোন মূল্য দেবে না, মানবাধিকার সংগঠনগুলো তাদের মানুষ হিসেবে মর্যাদা দেবে না। কিন্তু অন্যের স্বীকৃতির চেয়ে নিজের জীবন ও মানসিক শান্তি অনেক অনেক দামী। আশা করি এই মানুষগুলো একদিন সত্যিকারের মানুষের মত বাঁচতে পারবে।
দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২২
Comments
Post a Comment