ভালো মানুষ

ভালো বিশেষজ্ঞ কেন ভালো মানুষ হতে পারে না? এই প্রশ্ন অনেকের।

ভালো মানুষ বলতে আমরা সাধারণত তাদের বুঝি যারা নিজের কাজ কর্ম বাদ দিয়ে সব সময় পাড়াপড়শির সাহায্যে এগিয়ে আসে। অন্তত আমার ছোটবেলায় এদেরই ভালো মানুষ বলা হত। পাড়ার মানুষের প্রিয় কিন্তু বাড়ির সবার চোখে অকর্মা। অনেক সময় বিভিন্ন কালেক্টিভে তাদের ভালো মানুষ বলা হয় যারা অন্যদের সব ফরমাশ খাটে অথচ নিজের কাজ জমে থাকে দিনের পর দিন। তাই কাউকে ভালো মানুষ বলার পেছনে শুধু প্রশংসা নয় অনেক সময় এক ধরণের তাচ্ছিল্য থাকে। অর্থাৎ ভালো মানুষ শুধু পজিটিভ নয় নেগেটিভ অর্থও বহন করে। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষ নিজেরা ভালো মানুষ হতে চায় না। তারা চায় তাদের কাজের প্রশংসা, চায় কাজের মূল্যায়ন। আর ভালো মানুষ - সেটা তো আসলে তাদের অবমুল্যায়ন করা। তাই মনে হয় সমস্যা ভালো মানুষে ততটা নয় যতটা ভালো মানুষের অন্তর্নিহিত অর্থে। আর আমরা যদি ভালো মানুষ বলতে সত্যকারের সৎ মানুষকে বুঝি তাহলে সে জন্য দরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। একদিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমাজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্নীতিগ্রস্থ করব আরেক দিকে সেখানে ভালো মানুষ খুঁজে বেড়াবো সেটা তো হয় না। তাই অনেক কিছুর মত ভালো মানুষের জন্যও সমাজ বদলের কোন বিকল্প নেই।

দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০২২ 




Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন