কোড

ফেসবুকে বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে 
অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বলেন, অনেকেই সকাল সন্ধ্যায় পূজা অর্চনা বা মালা জপ করতে বলেন। এসব করলে নাকি ঈশ্বর খুশি হন। জীবনে শান্তি আসে। ধর্মীয় দিক বাদ দিলে এর সাইকোলজিক্যাল দিকটা দেখার মত। বহুব্রীহি নাটকে ঘুম না এলে এক শ'থেকে এক পর্যন্ত উল্টো দিকে গোনার উপদেশ দিয়েছিলেন লেখক। আমাকে এক ডাক্তার একবার দেখে বললেন, "দেখে তো মনে হয় দুপুরে খান না। অসুবিধা নেই। তবে এই সময়টা কম্পিউটারে না বসে হাঁটবেন।" আমাদের কাছে কেউ ছবি তুলতে এলে বলি "রিল্যাক্স।" হ্যাঁ, রিল্যাক্স ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন উপাসনা করেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি জীবনের অন্য সব কিছু ভুলে গিয়ে হয় নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন মানে নিজের অহংকার ত্যাগ করতে শেখা। আবার আপনি তখন প্রাত্যহিক ভ্রমণে যান একই ভাবে জীবনের সব সুখ দুঃখ ভুলে প্রকৃতির সাথে মিশে যেতে শেখা। কিন্তু আমরা প্রায়ই সব কিছু আক্ষরিক অর্থে নেই। রুশরা বলে বোকাকে উপাসনা করতে শেখাও, সে নিজের কপাল ফাটিয়ে ফেলবে। আসলে কি প্রার্থণা কি ডাক্তারের উপদেশ এর মধ্যে অনেক কিছুই থাকে সংকেত হিসেবে, গোপন কোলের আকারে। আমরা ভেতরের কথা না বুঝে বাইরের দিকটাই দেখি আর সেটা নিয়ে মারামারি হানাহানি করি।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা