রাজনীতি
আমরা অনেকেই যারা বাম রাজনীতি করি তারা যতটা না নিজের জন্য করি তারচেয়ে বেশি করে করি নিপীড়িত মানুষের জন্য। ফলে আমরা যতটা না রাজনৈতিক কর্মী অনেক ক্ষেত্রে তারচেয়ে বেশি স্বেচ্ছাসেবক। যেহেতু আমাদের জীবন ও জীবিকা এর উপর নির্ভরশীল নয় তাই একসময় এসব ছেড়ে দেবার প্রবণতা দেখা দেয়। এটা ভালো বা মন্দ নয়। এটা জীবনের বাস্তবতা। তাই এই রাজনীতি জীবনের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য অংশ নয়। যারা অন্য দল করে তারা এটাকে জীবিকা মনে করে, ফলে রাজনীতি তাদের জীবনের অপরিহার্য অংশ। তাই তাদের সাফল্যের সম্ভাবনা বেশি। যদিও বাম দলের নেতা কর্মীদের ত্যাগ নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই তারপরেও তারা সব সময় নিজেকে সংযত রাখে। হ্যাঁ, এরা বিভিন্ন দলের নেতা কর্মীদের দ্বারা আক্রান্ত হয়, জেল খাটে কিন্তু খুব কমই দেখা যায় যে এরা বেপারয়া ভাবে কিছু করে কারো উপর আক্রমণ করে সে জন্যে জেল খাটছে। মানে এসব দলের অধিকাংশ নেতাকর্মী সচেতন ভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, আবেগের বশে তেমন কিছু করে বসে না। অন্য দিকে এদের প্রতিপক্ষরা কাউকে মারতে কাটতে পর্যন্ত দ্বিধা বোধ করে না। সেটা আগেবের বশেই হোক, আর সুক্ষ হিসেবই হোক। কারণ তারা বিশ্বাস করে তাদের নিজেদের লাভ লোকসান এসব কাজে জয় পরাজয়ের উপর একান্ত ভাবে নির্ভরশীল। বলশেভিকরা সেটা করেছিল বলেই ১৯১৭ সালের বিপ্লবে তারা জয়ী হতে পেরেছিল। রাজনীতির প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে না পারলে বাম রাজনীতি খুব বেশি দূর যেতে পারবে বলে মনে হয় না।
Comments
Post a Comment