বিরোধ

অনেক বিশেষজ্ঞই ধারণা করেন পাকিস্তানের মূল সমস্যা ভারত বিরোধিতা। তবে এটাই তার অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান অবলম্বন। যেসব কারণে ভারত ভেঙ্গে পাকিস্তান জন্ম নিয়েছে তার কোনটাই সাফল্যের মুখ দেখেনি। সাম্প্রদায়িকতা কমেনি উপমহাদেশে, বরং বেড়েছে হাজার গুণ। দু দেশের প্রান্তিক মানুষ আগের মতই শোষিত, বঞ্চিত - তবে স্বদেশী বা স্বগোত্রীয় শোষক দ্বারা। পরস্পরের মোকাবিলায় মাঠে মারা যাচ্ছে কারিকারি টাকা। ধর্মীয় প্রতিক্রিয়াশীল চক্র বার বার ক্ষমতার রাজনীতিকে করছে কলুষিত। কিন্তু নিজের জন্মের সার্থকতা প্রমাণ করার জন্য বিরোধিতা চালিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয় পরস্পর বিরোধিতা উপমহাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান ফ্যাক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

একই ঘটনা আমরা দেখব প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে। কী বাল্টিকের দেশগুলো, কী ইউক্রেন, কী জর্জিয়া, কী মালদভিয়া - যারাই রুশ বিরোধিতা জাতীয় রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য ও আদর্শ হিসেবে গ্রহণ করেছে - তারাই কী অর্থনৈতিক, কী সামাজিক, কী রাজনৈতিক সব দিক থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে। কারণ পশ্চিমা দেশগুলো এসব কিনলেও রাশিয়ার সাথে তাদের সম্পর্ক রাখতে হয়। শুধু তাই নয় বর্তমানে পশ্চিমের অনেক দেশ রুশ বিরোধিতা নিজেদের জাতীয় আইডোলজি হিসেবে গ্রহণ করেছে। ফলে সৃষ্টির চেয়ে ধ্বংসের বাণীতে আজ চারিদিক ভরে গেছে। 

আমেরিকা ইউক্রেন ও বাল্টিকের দেশগুলোকে যেমন অ্যান্টি রাশিয়া হিসেবে গড়ে তুলেছে তেমনি পোল্যান্ডকে গড়ে তুলেছে অ্যান্টি জার্মান শক্তি হিসেবে। একটা সময় আসবে যখন ঐক্য নয় বিরোধ হবে সভ্যতার মূল মন্ত্র।

দুবনা, ০৯ সেপ্টেম্বর ২০২২



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন