দুনিয়ার রঙ্গ

বাচ্চারা যখন ছোট ছিল তখন প্রায়ই যেটা করতে বলতাম ঠিক তার উল্টোটা করত। তাই অনেক সময় যা করতে হত তার উল্টোটা করার জন্য বলতাম। তাতে কাজ হত।

সোভিয়েত ইউনিয়নে ছিল পরিকল্পিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি। দোকানে জিনিসপত্রের দাম সরকার থেকেই নির্ধারণ করে দেওয়া হত। এ নিয়ে পশ্চিমা অর্থনীতিবিদরা সোভিয়েত সিস্টেমের উপর এক হাত নিতেন। অন্য দিকে সোভিয়েত ইউনিয়নও চেষ্টা করত পশ্চিমা বিশ্বে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি ব্যবস্থা কায়েমের জন্য, রাষ্ট্র দ্বারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য।কাজ হয়নি।
এখন পুঁজিবাদী রাশিয়া এ নিয়ে মাথা ঘামায় না। এত পরিশ্রম করে রাশিয়াকে যারা পুঁজিবাদী বানাল তারাই এখন রাশিয়ার উপর স্যাঙ্কশন আরোপ করে এদেশে পুঁজিবাদের বিকাশ ব্যাহত করতে চায়। এটা করতে গিয়ে দ্রব্যমূল্য যখন লাগামহীন ভাবে বাড়তে থাকে তখন নিজেরাই আবার দ্রব্যমূল্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসে এই চক্র থেকে বেরুনোর জন্য।

এসব দেখে আমার হীরক রাজার দেশের কথা মনে পড়ে যায়
কতই রঙ্গ দেখি দুনিয়ায়!

দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০২২ 




Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা