পথে এবার নাম সখা

বাংলাদেশের নারীদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়। বিমান বন্দরে লাগেজের তালা ভেঙে বিজয়ীদের টাকা চুরি, সাংবাদিক সম্মেলনে বিজয়ী দলের কোচ ও ক্যাপ্টেনের পেছনে দাঁড়িয়ে থাকা, বাফুফের সভাপতির নারী ফুটবলারদের বিয়ের খরচ বহন করার অঙ্গীকার, ............... 

অনেকেই হতাশ। কিন্তু এটাই তো আমাদের চিরপরিচিত বাংলাদেশ। যদি অবস্থার পরিবর্তন চান শুধু বিজয়ীদের অভিনন্দন জানালেই চলবে না, তারা যেভাবে বাঁধা বিপত্তি অতিক্রম করে স্বপ্নকে বাস্তব করেছে নিজেদেরও সেভাবেই লড়াই করে এগিয়ে যেতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে দেশ, জাতি ও সমাজকে। মেয়েরা পথ দেখিয়েছে। বাকিটা আপনাদের হাতে। 

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২২ 


Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন