তাল মাতাল


রুশ টিভিতে প্রতি শনিবার আর রবিবার একটা মজার প্রোগ্রাম হয়, অন্তত আমার ভালো লাগে। নাম "একশোয় এক"। সেখানে দুটো টিম বিভিন্ন মজার প্রশ্নের উত্তর দেয়। আর সেই উত্তরগুলো সংগ্রহ করা হয় এক শ মানুষকে ফোন করে। উত্তর ঠিক না ভুল সেটা বড় কথা নয় সংখ্যার দিক থেকে প্রথম ছয়টি উত্তর টেবিলে থাকে। এমন কি যদি ২+২ = ৫ সেটাও অনেক লোক বলে সেটাও এই খেলায় ঠিক। তবে কথাটা খেলা নিয়ে নয়।

সেদিন এরকম এক প্রশ্ন ছিল - টিয়া পাখির খাঁচায় কি আছে? উত্তর শুরু হল - আয়না, দোলনা, খাবার, জল কত কিছু তবে এক নম্বরের যেটা ছিল সেই উত্তর কেউই দিতে পারল না। আসলে মানুষ এভাবেই হয়তো ভাবে। কি উত্তর ছিল সেটা - টিয়ে পাখির খাঁচায় টিয়ে পাখি আছে।

আজ আমরা বিভিন্ন দেশে ডিসোভিয়েতাইজেশনের কথা শুনি। যা কিছু সোভিয়েত সব ভেঙে ফেল। লেনিনের স্ট্যাচু থেকে শুরু করে বিভিন্ন লেখক, কবি, যোদ্ধাদের স্ট্যাচু। সিস্টেম তো আগেই চলে গেছে। কিন্তু এর বাইরেও সোভিয়েত আমলে তৈরি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি (যার অনেকেই স্তালিনকা, খ্রুশেভকা নামে পরিচিত), কল কারখানা, সিনেমা, থিয়েটার, বিদ্যুৎ কেন্দ্র - সেসব কিন্তু ভাঙ্গি না। অনেক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন পুরো একটা দেশ উপহার দিয়েছিল। সেটাও কিন্তু ভাঙ্গি না সোভিয়েত বলে।

তবে এটা শুধু এদের ইউনিক ফেনমেনন নয়। এই তো দু বছর আগেও আমেরিকার বিএলএম অনেক স্ট্যাচু ভাঙল, আমেরিকার অনেক নেতাদের নামে অনেক কথা বলা হল। জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে অনেককেই দাস প্রথার পক্ষের বলে গালাগালি করা হল। কিন্তু কেউ কিন্তু তাঁদের সবচেয়ে বড় কীর্তি "আমেরিকা" নামক দেশটাকে অস্বীকার করল না। এদেরই বলে যাতে মাতাল তালে ঠিক।

দুবনা, ১৬ সেপ্টেম্বর ২০২২ 




Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা