অ মানুষ

দানিয়েৎস্ক, লুগানস্ক, হেরসন ও জাপারঝিয়ার মানুষ তাদের আদি ভূমি রুশ দেশে ফিরে এলো, এলো লড়াই করে, এলো ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে। অনেকেই বলবে এই ভোট নিরপেক্ষ নয়। আচ্ছা কোন ভোট আজকাল নিরপেক্ষ? তারপরেও এটুকু বলতে পারি এসব এলাকায়, আর সত্য বলতে গেলে খারকভ থেকে ওডেসা পর্যন্ত পুরো দক্ষিণ পূর্ব ইউক্রেনের মানুষ ৭০-৯০% রাশিয়ার পক্ষে ছিল বরাবরই এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পরে সমস্ত নির্বাচনে এভাবেই তারা নিজেদের মতামত দিয়েছে রুশপন্থী রাজনৈতিক দলগুলোকে ভোট দিয়ে। তাই এখানে যে অন্য কোন রকম ফলাফল হত না সে ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। দুই জার্মানি যখন এক হয় তখন কেউ ভোটের প্রশ্ন তোলেনি। তখন যারা লেজ তুলে সেই মিলনে আনন্দ প্রকাশ করেছিল আজ তাদের অনেকেই রুশ জনগণের মিলনে ছিঃ ছিঃ করছে। এরপরেও এরা নিজেদের মহা মানবিক, মুক্তমনা, গণতন্ত্রী ইত্যাদি বলে মনে করে।    

দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০২২ 

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা