গণতন্ত্র

ছাত্র জীবনে আমরা মানুষের মৌলিক অধিকার রক্ষার কথা বলতাম। সেটা কী? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। মানুষের এই মৌলিক অধিকারগুলো অর্জনের জন্য দরকার কাজ বা উপার্জনের নিশ্চয়তা। কারণ সেটা থাকলে মানুষ নিজে তার মৌলিক অধিকারগুলো পূর্ণ বা আংশিকভাবে বাস্তবায়ন করতে পারে। সেদিক থেকে দেখলে সবার জন্য কাজ নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক আগে পৃথিবীতে এরকম একটা দেশ ছিল। এরপর আমাদের সামনে চলে এলো বাকস্বাধীনতার মহা মন্ত্র। প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাতে সন্দেহ নেই। তবে দেখা গেল সেটাও সবার জন্য নয় বা সব কথা বলার জন্য নয়। স্বার্থের পরিপন্থী হলে কর্তা ব্যক্তিরা সেখানে ফতোয়া দিতে পারে, দেয়। দরকারে সামাজিক মাধ্যমে একাউন্ট লক করে। তারপরেও এসব দেশ গণতান্ত্রিক। কীভাবে? এর উত্তরে এক বন্ধু বলল - যতদিন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ক্ষমতায় ততদিন আমেরিকা বাই ডিফল্ট ডেমোক্র্যাটিক। 
হ্যাঁ, আজকাল ভেজাল ছাড়া কিছুই পাওয়া যায় না, এমনকি গণতন্ত্রের মত একটা নিষ্পাপ নির্বিরোধী ধারণা পর্যন্ত না।   

দুবনা, ১৪ ডিসেম্বর ২০২২ 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন