মানবতা

ধারণা করা হচ্ছে যে ইউরোপে ঠাণ্ডায় এবার তিন লাখ পর্যন্ত মানুষ মারা যেতে পারে। কারা মরবে? গরীব মানুষ যারা সরকারের প্রতি বিরূপ। অনেকদিন থেকে পশ্চিমা বিশ্ব গোল্ডেন বিলিয়নের কথা বলছে। এই তিন লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া কি সেই প্ল্যানের অংশ?

বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে স্যাঙ্কশন উঠিয়ে নেবার জন্য। কিন্তু সব প্রশাসন অটল। বরং নতুন করে স্যাঙ্কশন আরোপ করা হচ্ছে। সাধারণ মানুষের বাঁচার দাবি নাকি পুতিনের হাত শক্তিশালী করবে। তাই সাধারণ মানুষকে সাহায্য করার চেয়ে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়া বেশি জরুরি।

বিবেকানন্দ বলেছিলেন যে ধর্ম মানুষ হত্যা করে সে ধর্ম ত্যাগ করা শ্রেয়। যে মানবতা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই মেকি মানবতা কি আমাদের দরকার? নাকি এটা বিশাল হত্যা যজ্ঞের রিহার্সাল?একবার নিজেদের মানুষ মারতে পারলে পরে অন্যদের মারা মানসিক দিক থেকে অনেক সহজ হবে।

দুবনা, ১১ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন