মানুষ ও মানসিকতা

কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে মেট্রোরেলের চালক হয়েছেন বলে এক নারী আলোচনায় উঠে এসেছেন। কেউ কেউ বলছেন দেশ একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আরও বেশি আশা করে। আমার মনে হল হাজার হাজার বিশেষজ্ঞের কথা যারা বড় বড় ডিগ্রি নিয়ে আমলা হন, ব্যবসায়ী হন, রাজনীতিবিদ হন, ঘুষখোর হন, ঠগবাজ হন। এবং তারচেয়ে বেশি মানুষ ইউনিভার্সিটির উচ্চ ডিগ্রি নিয়ে বেকার হন। বর্তমান বিশ্বে যেখানে একদিকে বাড়ছে টিকে থাকার প্রতিযোগিতা আর অন্য দিকে খুলে যাচ্ছে নতুন নতুন সম্ভাবনার দ্বার সেখানে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা প্রাপ্ত মানুষ প্রায়ই নিজেদের বিভিন্ন পেশায় নিয়োজিত করছেন। অনেকেই নিরুপায় হয়ে, অনেকেই নিজেদের শক্তি পরীক্ষা করতে। কারণ এসব পেশার মানুষ নিজেদের নতুন নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পছন্দ করে। সবচেয়ে বড় কথা এটা তার নিজস্ব চয়েজ। আসুন অন্যের মতামতকে সম্মান করতে শিখি। আমার ধারণা এটা একটা ঘুষ দুর্নীতি মুক্ত পেশা। আমাদের সমাজের জন্য সত্যিকার অর্থেই চ্যালেঞ্জ। আমাদের দেশের অনেক মানুষ উচ্চ শিক্ষার সার্টিফিকেট নিয়ে বিদেশে অড জব করে। সেক্ষেত্রে মরিয়ম হতে পারেন পথিকৃৎ।

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি