সম্ভাবনা
আপনি মাঝেমধ্যে বলেন ঈশ্বর মানুষের সৃষ্টি। কিন্তু তার কোন প্রমাণ আছে?
না। তবে সবকিছুর প্রমাণ যে হাতে নাতে থাকতে হবে এমন কোন কথা নেই। তাছাড়া আমি একথা বলি একটা সম্ভাবনা হিসেবে, একমাত্র সত্য বলে দাবি করি না।
কিন্তু এটা বলার পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে?
সে তো বটেই। কেউ যখন কিছু সৃষ্টি করে সে চেষ্টা করে যতদূর সম্ভব নিখুঁত ভাবে সেটা তৈরি করতে। অন্তত দায়িত্বশীল কেউ সেটাই করে। মানুষ ঈশ্বরকে পরম করুণাময়, সর্বশক্তিমান, সর্ব ভূতে বিদ্যমান, সর্বজ্ঞ ইত্যাদি হাজার হাজার ভালো গুনে ভূষিত করে। কিন্তু পৃথিবীতে আজ একজন পারফেক্ট মানুষ পাবে? আমাদের অধিকাংশ যাচ্ছেতাই রকমের খারাপ। ঈশ্বর যদি মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে বলতে হবে তিনি খুবই নিম্নমানের স্রষ্টা। তাই আমি মনে করি ঈশ্বর কর্তৃক মানুষ সৃষ্টি করার চেয়ে উল্টোটা ঘটার সম্ভাবনা বেশি।
মস্কো, ১২ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment