সোভিয়েত

আজ ৩০ ডিসেম্বর ২০২২। আজ থেকে ঠিক এক শ বছর আগে ১৯২২ সালের ৩০ ডিসেম্বর গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ায় এ নিয়ে কোনো উৎসব হয়নি। সোভিয়েত ইউনিয়নের উপর বেশ ভালো কিছু ডকুমেন্টারি দেখাল। আসলে লেনিনের বিশাল রুশ ভূমি ইউক্রেনকে দিয়ে দেবার জন্য সোভিয়েত ইউনিয়নের অনেক পজিটিভ দিকের সাথে সাথে আজকের সমস্যার পেছনে বলশেভিক নেতৃত্ব, বিশেষ করে লেনিনের ভূমিকা সমালোচিত হয়েছে। লেনিন কখনোই রুশ জাতীয়তাবাদী ছিলেন না। তিনি রুশ সাম্রাজ্য ভেঙে দিতে পিছপা হননি। তাঁর কাছে এসব দেশের শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ যা বুর্জোয়া শ্রেণীর ধ্বংস নিয়ে আসবে। আজ সোভিয়েত ইউনিয়ন নেই। তবে তার বিভিন্ন ধরণের উত্তরাধিকার রয়ে গেছে। ইউক্রেন রকেটের গতিতে ডিসোভিয়েতিজাইশন চালিয়ে যাচ্ছে। তবে নিয়তির নির্মম পরিহাস এই যে এখনও পর্যন্ত সোভিয়েত অস্ত্র আর সেই সময়ের কলকারখানা যা তারা এখনও ভাঙতে পারেনি এসবই তাদের রক্ষাকর্তা হিসেবে দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন করে রাশিয়া কেন বিভিন্ন ব্রীজ ধ্বংস করে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ করে না। আন্তনভ ব্রীজে হাইমার্স ১৪২ বার সরাসরি আঘাত করেও ধ্বংস করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন নিজে নাই হয়ে গেলেও তার তৈরি সব স্থাপনা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেবা দিয়ে যাচ্ছে। ইউক্রেন বা পশ্চিমা বিশ্ব সোভিয়েত ইউনিয়নকে যত বেশি অস্বীকার করতে চাইছে সে তত বেশি করে এসব দেশকে জড়িয়ে ধরছে। এসব দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ, নিজেদের অবস্থানের প্রতি অন্ধবিশ্বাস দেখলে মনে হয় সেখানে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে খারাপ ভার্সনের পুনর্জন্ম হচ্ছে।
সোভিয়েত ইউনিয়ন ছিল, আছে, থাকবে বলেই মনে হয়।

দুবনা, ৩০ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি