কথোপকথন

আমাদের ফটো ক্লাবে মাঝেমধ্যে কেউ কেউ সাথে করে বাচ্চাদের নিয়ে আসে। কিছু দিন আগে এরকম এক বাচ্চার সাথে কথা হচ্ছিল। ও খুব মনোযোগ দিয়ে কি একটা ছবি দেখছিল। আমি ওর একটা ছবি তোলার জন্য ক্যামেরা ঘোরাতেই ও আমাকে অবাক করে প্রশ্ন করল
আঙ্কেল, ঈশ্বর আছে?
যে বিশ্বাস করে তার জন্য আছে, যে বিশ্বাস করে না তার জন্য নেই। 
তুমি ঈশ্বরকে দেখেছ?
না। 
মামা বলে তাঁকে নাকি দেখা যায় না।
মামা আর কি বলে?
বলে তিনি সব দেখতে পান আর তিনি সর্ব শক্তিমান। 
তুমি মামাকে জিজ্ঞেস কর ঈশ্বর যদি সর্ব শক্তিমান হন, সব পারেন তাহলে আমাদের দেখা দিতে পারেন না কেন? পরের বার উত্তরটা জেনে আমাকে জানিও। 

মস্কোর পথে, ১৫ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন