জয় বিজয়ের খেলা
সেই বয়সে দেশ, স্বাধীনতা, বিজয় এসবের গুরুত্ব ঠিক ততটা বুঝতাম না। বিজয়ের মানে ছিল যুদ্ধ শেষ, ভয়ের অবসান, আবার নিজের গ্রাম তরায় ফিরে যাওয়া, গ্রাম থেকে পালিয়ে যাওয়া পাড়ার খেলার সাথীদের আবার দেখা পাওয়া, যেসব রাজাকাররা গ্রাম লুট করেছে আর মানুষ মেরেছে তাদের বিচার - সেই ছোট বেলায় এসব নিয়েই বিজয় এসেছিল। একটা জীবন কেটে গেল - রাজাকাররা বহাল তবিয়তে, পাড়ার বন্ধুদের অনেকেই আবার বাধ্য হয়েছে দেশত্যাগে। আগে দেশের সম্পদ পাচার হত পাকিস্তানে, এখন কানাডা, ইউরোপ, আমেরিকায়। সাধারণ মানুষ তখন যেমন, এখনও তেমনি রিসিভিং এন্ডে পড়ে আছে। তার পরেও আমরা স্বাধীন। এটাই শান্তনা। সবচেয়ে বেশি স্বাধীন শহীদদের দেয়া প্রতিশ্রুতি থেকে।
সবাইকে শুভেচ্ছা।
মস্কো, ১৬ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment