মানুষ
মানুষের সমস্যা তার মানবিক (?) গুণাবলী, তার বুদ্ধি। এই বুদ্ধি বলেই সে ঈশ্বর আবিষ্কার করেছিল, তবে দুষ্ট লোকের হাতে সেই ধারণা ব্ল্যাকমেইল হয়ে গেছে। প্রাণী জগৎ এসব থেকে মুক্ত। ফলে প্রাকৃতিক নিয়মেই সেখানে সব হয়। সবাই হয় নিজের নিজের মত করে বাঁচে অথবা মিলেমিশে। কেউ কারো প্রতি দায়বদ্ধ নয় আবার সবাই সবার বিপদে এগিয়ে আসে। দশজনকে বাঁচাতে একজন অনায়াসে আত্মত্যাগ করতে পারে। সেখানে কাউকে চাকরি দেবার প্রশ্ন নেই, ঘুষ দেবার বা নেবার প্রশ্ন নেই। মানুষ সেটা পারে না। তাকে বসের মন রাখতে হয়, ঘুষ দিতে হয়, ঘুষ নিতে হয়। সামাজিক রীতি নীতি একদিকে তাকে যেমন মানুষ করে তোলে, অন্য দিকে তাকে দুর্নীতি করার দিকেও ঠেলে দেয়। মানুষ চাইলেই সবাইকে খুশি ও সুখী করতে পারে না। কারণ সবার চাহিদা ভিন্ন। গড়পড়তা সবাইকে খুশি করতে গেলে অসুখী লোকের সংখ্যা কমে না। এই অসন্তোষ ভাঙ্গে দেশ, ভাঙ্গে সমাজ। এ এক অদ্ভুত চক্র।
দুবনা, ০৯ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment