ট্যাটু
গতকাল একজন প্রশ্ন করল কিসের ট্যাটু আঁকা যায়। যাতে আধুনিকও লাগে আবার খুব ভালগার মনে না হয়। নববর্ষের প্রাক্কালে এ ব্যাপারে কিছু সাজেশন -
করোনা দীর্ঘস্থায়ী হলে মুখে মাস্কের ট্যাটু আঁকা যায়। তাতে ভাইরাস ও মানুষ দু'টোকেই জব্দ করা যায়।
টেকোরা মাথায় চুলের ট্যাটু আঁকতে পারে।
যারা ধর্ম কর্মে তেমন বিশ্বাসী নয় অথচ ধার্মিক বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের জন্য অজুহাত খোঁজে তারা মুসলিম হলে কপালে কালো দাগ আর হিন্দু হলে তিলকের ট্যাটু আঁকতে পারে।
যাদের প্রগতিশীল হওয়ার চেয়ে নিজেদের প্রগতিশীল দেখানোটাই বেশি জরুরি তারা কাস্তে হাতুড়ি বা চে র ট্যাটু আঁকতে পারে।
আসলে সবকিছুর মত ট্যাটুও যেন উপকারী ও উপভোগ্য হয় সেটা মাথায় রেখে ট্যাটু আঁকতে পারেন।
দুবাই, ৩১ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment