আইন নাকি আই ইন
আমেরিকায় ফেডারেল পর্যায়ে ছেলে ছেলে ও মেয়ে মেয়ের বিয়ের আইন পাশ হয়েছে।
বিয়ে করা না করা নিয়ে মাথা ঘামাই না, তবে যদি সম্পত্তি বা দত্তক জনিত কারণে এটা হয়, তবে সে সমস্যা সমাধানের জন্য বিয়ে অবশ্যম্ভাবী নয়। বিয়ের সংস্কৃতি মানুষের তৈরি। মানুষ চাইলেই সেই সমস্যা সমাধানের জন্য অন্য আইন প্রনয়নের কথা ভাবতে পারত। এটা আসলে প্রচলিত সামাজিক রীতি নীতিকে চ্যালেঞ্জ করা।
মহাভারতে বিভিন্ন মুনি ঋষি রেগে গেলে নির্বংশ হবার অভিশাপ দিতেন। কে জানে আমেরিকা কোন ভারতীয় মুনির কোপে পড়ল কি না?
সোভিয়েত ইউনিয়নে ছিল প্রলেতারিয়েতের ডিক্টেটরশিপ, আমেরিকা তথা পশ্চিমা বিশ্বে এখন মনে হয় এলজিবিটির ডিক্টেটরশিপ। কোনটা ভালো শুধু সময়ই বলতে পারবে।
দুবনা, ০৯ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment