শুভ নববর্ষ ২০২৩
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে সে চলে। তাই ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক প্রতিটি মানুষকে তার টিকে থাকার জন্য অন্যদের উপর নির্ভর করতে হয়। সবচেয়ে ধনী লোক তার সম্পদের জন্য কোটি কোটি গরীবের উপর নির্ভরশীল। যে লোক নিজেকে সবচেয়ে স্বাধীন মনে করে সেও তেলটা, নুনটার জন্য অন্যের কাছে ঋণী কারণ অন্য কেউ সেটা উৎপাদন বা বিক্রি করে। মানব সমাজের প্রতিটি সদস্য এভাবেই বিভিন্ন ভাবে হাজারো বন্ধনে হাজার জনের সাথে জড়িত। আর তাই মানুষে মানুষে বন্ধুত্ব হওয়াটা খুব স্বাভাবিক। এই সূত্র ধরে মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে। বন্ধুত্ব করে স্কুল কলেজে, কর্মক্ষেত্রে, সামাজিক মাধ্যমে, জীবনের সমস্ত ক্ষেত্রে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় অধিকাংশ মানুষ অন্যের সাথে বন্ধুত্ব করলেও নিজের মাথার সাথে, নিজের বিচার বুদ্ধির সাথে বন্ধুত্ব করে না। মাথা যে শুধু মুখ, চোখ, নাক, কানের হোস্টেল নয় সেটা অনেকেই ভাবে না। কান দিয়ে অন্যের কথা শুনে, চোখ দিয়ে চারিদিক দেখে মুখ খোলার আগে যে মাথার পেছনে লুকিয়ে থাকা মগজের সাথে একটু পরামর্শ করতে হয় সেটা অনেকে জানেই না। আর মানুষ যদি সেটা করতো তাহলে অনেক বিপদ সে এড়িয়ে চলতে পারত। নববর্ষে তাই সবার জন্য একটাই চাওয়া - অন্যের সাথে বন্ধুত্ব করুন, তবে তার আগে বন্ধুত্ব করুন নিজের সাথে, নিজের মাথার সাথে, নিজের বিচার বুদ্ধির সাথে। শুভ নববর্ষ।
দুবনা, ৩১ ডিসেম্বর ২০২২
Comments
Post a Comment