সাব পিকনিক

ফেসবুক ও অন্যান্য গণ মাধ্যমে কয়েকদিন ধরে SAAB এর আগামী পিকনিকের খবর ঘুরে বেড়াচ্ছে। কুপন সংগ্রহ করার আমন্ত্রণ। এটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার যে বন্ধুরা আবার মিলবে মিলন মেলায়। সোভিয়েত ইউনিয়নে আমরা অনেকেই যেমন অল সোভিয়েত সম্মেলনের অপেক্ষায় থাকতাম সাবের পিকনিক অনেকটা তাই। তবে সেই সাথে আর যে ব্যাপারটা চোখে পড়ল তা হল এই পিকনিক আর মাঝেমধ্যে রুশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান আর কোন ভিপুস্কনিক বা তাদের আত্মীয় স্বজনদের মৃত্যু সংবাদ ছাড়া অন্য কোন খবর এখানে থাকে না। অথচ আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় খুবই সাফল্যের সাথে নিজের কাজ তো বটেই অনেক সামাজিক কাজকর্ম করছেন। আমাদের এই ঐক্যকে ব্যবহার করে আমার ধারণা আমরা সমাজের জন্য অনেক কিছুই করতে পারতাম। জানি নিজে বাইরে থাকি বলে এসব নিয়ে কথা বলার অধিকার অনেকটাই সীমিত। তবে ভিপুস্কনিকদের সাফল্য দেখে সব সময়ই আনন্দে বুক ভরে ওঠে। তাই এই কথা। দেশে যতদূর মনে হয় ঢাকার বাইরেও চট্টগ্রাম, খুলনা, রূপপুর এসব এলাকায় যথেষ্ট পরিমাণ ভিপুস্কনিক বাস করেন। রাশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন স্থানে যেখানে সাব জাতীয় সংগঠন আছে এসব জায়গায় কি হতে পারে না? এদের মাধ্যমে অনেক সামাজিক কাজকর্ম করা যায় বলেই আমার বিশ্বাস। সোভিয়েত ইউনিয়নে আমরা যারা পড়াশোনা করেছি অনেক কিছুর সাথে দেশের, দেশের মানুষের জন্য কাজ করার শিক্ষা আমরা কিছুটা হলেও পেয়েছি। এছাড়া এখন প্রতি বছর শতাধিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসছে। অনেকে ফিরেও যাচ্ছে। এদের যে সাবের কাজকর্মের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটা মনে হয় না। হলেও ঢিমে তালে। কিন্তু এরাই সাবের ভবিষ্যত। এসব ব্যাপার নিয়ে গভীর ভাবে চিন্তা করার সময় এসেছে। তা নাহলে সাব তার তারুণ্য ধরে রাখতে পারবে না। 

মস্কো, ১২ ডিসেম্বর ২০২২

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি